আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  ভোর ৫:১১

টাঙ্গাইলে সরস্বতী প্রতীমা মেলা

 

দৃষ্টি নিউজ:

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজা উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়িতে সপ্তাহব্যাপী ‘প্রতীমা মেলা’ চলছে। বুধবার(২৯ জানুয়ারি) মেলার শেষ দিনে নানা আকারের সরস্বতী প্রতীমা কিনছেন ভক্তরা।

জানাগেছে, টাঙ্গাইল কেন্দ্রীয় কালীবাড়িতে বিশাল এলাকাজুড়ে প্রতীমা মেলা বসেছে। প্রতীমার পাশাপাশি মেলায় পুজার অন্যান্য সরঞ্জামও দেদার বিক্রি হচ্ছে। বিভিন্ন এলাকা থেকে পুজারীরা মেলায় এসে প্রতীমা দেখছেন। নিজেদের পছন্দের প্রতীমা ও পুজার সরঞ্জাম কিনে নিয়ে যাচ্ছেন। বিভিন্ন আকারের রঙ-বেরঙের প্রতীমা ৩০০ টাকা থেকে শুরু করে ১০-১২ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, ক্লাব ও সনাতন ধর্মাবলম্বীদের বাসা-বাড়িতে ‘ধর্ম যার যার, উৎসব সবার’ স্লোগানে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পুজা অনুষ্ঠানের সকল প্রস্তুতি পুজারীরা সম্পন্ন করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno