আজ- ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:২১

টাঙ্গাইলে সাক্ষর জাল করে পর্চা দেয়ায় কারাদণ্ড

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ের রেকর্ড রুম শাখার সহকারী কমিশনারসহ অন্যদের সাক্ষর জাল(নকল) করে পর্চা সরবরাহের অপরাধে আয়নাল হক(৪৫) নামে এক ব্যক্তিকে পনের দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার(৩০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবীর নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত তাকে জেল দেয়। আয়নাল হক টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালাহউদ্দিন আইয়ূবী বলেন, বৃহস্পতিবার বিকালে মির্জাপুর উপজেলার বাঁশতৈল এলাকার মৃত তায়েজ উদ্দিনের ছেলে ওমর আলী(৫০) তার জমির পর্চায় নাম-ঠিকানা সংশোধন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে আসেন। সংশ্লিষ্ট কর্মকর্তা যাচাই-বাছাই করে জানতে পারেন তার পর্চায় দেয়া সহকারী কমিশনারসহ অন্যদের সাক্ষর জাল(নকল)।

পরে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের নির্দেশে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬ ধারায় আয়নাল হককে ১৫ দিনের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno