আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  রাত ৩:১১

টাঙ্গাইলে সার্বিক বন্যা পরিস্থিতির আবার অবনতি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সব নদীর পানি বৃদ্ধি পেয়ে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আবার অবনতি হয়েছে। নদীর পানি বাড়ায় বিভিন্ন উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলের নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

একই সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে। গত কয়েক দিনে ভূঞাপুর, নাগরপুর, টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার কয়েকটি গ্রামের ঘর-বাড়ি, ফসলী জমিসহ বিভিন্ন স্থাপনা যমুনার পেটে চলে গেছে।


টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঝিনাই নদীর পানি জোকারচর পয়েণ্টে ৮ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার সমান সমান অবস্থানে রয়েছে।

সোমবার(৪ জুলাই) বিকালের মধ্যে বিপৎসীমা অতিক্রম করতে পারে। এছাড়া যমুনা নদীর পানি পোড়াবাড়ী পয়েণ্টে ৩ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ২০ সেণ্টিমিটার এবং ধলেশ্বরী নদীর পানি এলাসিন পয়েণ্টে ৯ সেণ্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৫ সেণ্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno