আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ২:১৫

টাঙ্গাইলে সাড়ে ১১ হাজার বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণে অর্থ বিতরণ

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলে বন্যা কবলিত ১১ হাজার ৮০০ পরিবারের মাঝে ত্রাণের নগদ অর্থ বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস। বুধবার(২৩ আগস্ট) টাঙ্গাইল সদর উপজেলার চরাঞ্চল কাতুলী ইউনিয়নের তোরাপগঞ্জে বন্যা দুর্গত প্রত্যেক পরিবারের মাঝে ওই অর্থ সহায়তা প্রদান করেন সংস্থাটির নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া।
ত্রাণ বিতরণে অন্যান্যের মধ্যে সংস্থার উপ-পরিচালক আব্দুর রাজ্জাক ও তোরাপগঞ্জ শাখার ব্যবস্থাপক আনিছুর রহমান উপস্থিত ছিলেন।
এসএসএস’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূঁইয়া বলেন, আমরা শুধু বন্যা দুর্গত পরিবারকে আর্থিক সহযোগিতা করছি না। তারা যেন অসুস্থ না হয় সেজন্য বিনামূল্যে জরুরি ওষুধ যেমন পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন, প্যারাসিটামলও দিচ্ছি। এছাড়াও বন্যা কবলিত এলাকায় বিনামূল্যে গবাদি পশুর খাদ্য ও চিকিৎসা সেবা দিচ্ছি। তিনি আরো বলেন, বন্যা কবলিত এলাকার ঋণী সদস্যদের তিন সপ্তাহের কিস্তি আদায় বন্ধ রেখেছি।
প্রকাশ, এসএসএস এবছর দেশের বন্যা কবলিত টাঙ্গাইল, কুড়িগ্রাম, জামালপুর ও রংপুর জেলার মোট ২৫ হাজার পরিবারের মাঝে প্রায় সাড়ে তিন কোটি টাকার ত্রাণ বিতরণ করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno