আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:৫৯

টাঙ্গাইলে ১২০ জনের করোনা শনাক্ত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে গত ২৪ ঘণ্টায় ৩৩২টি নমুনা পরীক্ষায় ১২০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩৬ দশমিক ১৪ শতাংশ। টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার(২৯ জানুয়ারি) সকাল ৬টা থেকে রোববার(৩০ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত জেলায় ৩৩২টি নমুনা পরীক্ষায় ১২০ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নতুন আক্রান্তদের মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় ৭০ জন, মির্জাপুরে ১১ জন, ঘাটাইলে ১০ জন, সখীপুরে ৮ জন, কালিহাতীতে ৭ জন, দেলদুয়ারে ৬ জন, ধনবাড়ীতে ৩ জন, গোপালপুর ও বাসাইলে দুই জন করে এবং মধুপুর উপজেলায় একজন রয়েছে।


তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৩০ জন করোনা রোগী সুস্থ হয়েছেন। এ পর্যন্ত করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ১৬ হাজার ৭৯৫ জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ২৬১ জন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno