আজ- ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  সকাল ৭:২৫

টাঙ্গাইলে ৪৭ হাজার শিক্ষার্থী এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে

 

দৃষ্টি নিউজ:

dristy-dir-63
টাঙ্গাইলে ৪৭ হাজার ৬৫জন পরীক্ষার্থী ৯৬টি ভেন্যুতে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত এবং বিকালের পরীক্ষা দুুপুর ২টা থেকে শুরু হয়ে বিকাল ৫টা পর্যন্ত চলছে।
বৃহস্পতিবার(২ ফেব্রুয়ারি) সকালে টাঙ্গাইল বিন্দুবাসিনী উচ্চ বালক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন জানান, টাঙ্গাইলে মোট পরীক্ষার্থী ৪৭ হাজার ৬৫জন। এরমধ্যে দাখিল পাঁচ হাজার ৫২২জন ও ভোকেশনাল তিন হাজার ৬৮৯জন পরীক্ষা দিচ্ছে। সুষ্ঠুুভাবে পরীক্ষা নেয়ার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। এছাড়া প্রতিটি কেন্দ্রে একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে।dristy-dir-62
পরীক্ষার প্রথম দিন বাংলা প্রথমপত্র পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষার্থীরা জানায়, প্রশ্ন পত্র কমন পড়ায় তারা খুশি মনে স্বাচ্ছন্দভাবে লিখতে পারছে। প্রতিটি পরীক্ষা কেন্দ্রের সামনে অভিভাবকদের উপচে পড়া ভীর দেখা গেছে। ছেলে-মেয়েরা ভালভাবে পরীক্ষা দিচ্ছে এজন্য অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno