আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:১৩

টাঙ্গাইল ও দেলদুয়ারে খাল পূনঃখনন শুরু

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইল সদর ও দেলদুয়ার উপজেলার বরুহা এবং নাগরপুর উপজেলার নোয়াই খাল পূনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার(২৬ ডিসেম্বর) সকালে টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম প্রধান অতিথি থেকে খাল দুইটির খনন কাজের উদ্বোধন করেন।
বরুহা খাল খননের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম গ্রামবাসীর সহযোগিতা কামনা করেন। গুণাগুণ ধরে রাখতে- মাটিকে তাজা রাখতে খাল ও জলাশয়গুলো রক্ষা করা জরুরি।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমান ও দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. নাদিরা আখতার।
প্রকাশ, বাংলাদেশের ৬৪টি জেলার অভ্যন্তরস্থ ছোট নদী, খাল এবং জলায়শ পূনঃখনন (প্রথম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে একযোগে এই খাল খনন কাজ শুরু করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno