আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৬:৫১

টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার প্রস্তুতি

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণার প্রস্তুতিসভা বুধবার(৩০ অক্টোবর) দুপুরে ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচির আওতায় জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা কাজী গোলাম আহাদ প্রমুখ।

সভায় সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, যাচাই-বাছাই শেষে জেলার চার হাজার ১৬৪ জন ভিক্ষুককে পুর্নবাসন প্রকল্পে অর্ন্তভুক্ত করা হয়েছে। এদের পুর্নবাসনের জন্য এক কোটি দশ লাখ ৮৮হাজার ৩৬৫ টাকার ফান্ড সংগৃহীত হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno