আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সন্ধ্যা ৬:০৮

টাঙ্গাইল জেলা সদরের অবৈধ স্থাপনা উচ্ছেদ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল জেলা শহরের ডিসি লেকের পাশে অবৈধভাবে গড়ে উঠা প্রায় ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

সোমবার(১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত ওই এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল শহর সহ সদর উপজেলার বিভিন্ন খাস জমি এবং সরকারি জমি উদ্ধার অভিযান শুরু হয়েছে।

এরই অংশ হিসেবে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে ডিসি লেকের পাশে যে সকল অবৈধ স্থাপনা নির্মাণ করা হয়েছিল তা উচ্ছেদ অভিযান পরিচালনা করছি।

তিনি আরও জানান, জজ কোর্ট, ডিসি অফিস, সার্কিট হাউজ, হ্যালি প্যাড এবং পাশেই রয়েছে ডিসি লেক।

যা সৌন্দর্য কাজে ব্যবহত হচ্ছে এবং ফুটপাত দখল হওয়ায় প্রতিনিয়ত এ রোডে যানজটের সৃষ্টি হচ্ছিল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno