আজ- ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ২:১৬

ডেঙ্গুজ্বরে আক্রান্ত টাঙ্গাইলের রূপার মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের উত্তর তারুটিয়া গ্রামের বীরমুক্তিযোদ্ধা আব্দুল কাদের খানের মেয়ে রূপা আক্তার ওরফে জনি খান(২৭) ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। মঙ্গলবার(৩০ জুলাই) দুপুর দেড়টার দিকে ঢাকার শ্যামলী ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে তার মৃত্যু হয়।

নিহত জনি খানের চাচাত ভাই এমডি সালাউদ্দিন খান সোহান জানান, রূপা আক্তার ওরফে জনি খান তার স্বামী পুলিশ কনস্টেবল মো. দুলাল হোসেনের সঙ্গে রাজারবাগে থাকতেন। কয়েকদিন আগে তার জ্বর হয়। তাকে রাজারবাগ একটি হাসপাতালে ভর্তি করে পরীক্ষা-নিরীক্ষা করা হলে ডেঙ্গু ধরা পড়ে। পরে ২৭ জুলাই তাকে ইডেন মাল্টিকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন আইসিইউতে রাখার পর চিকিৎসকরা তার অবস্থা ভাল নয় বলে জানিয়ে দেন। এ কথা শোনার পর তারা রূপা আক্তার ওরফে জনি খানকে মঙ্গলবার সকালে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালে নিয়ে যান। সেখানে দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno