আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সন্ধ্যা ৭:০১

তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া নিয়ে আলোচনা

 

দৃষ্টি নিউজ:

স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়ার বিষয়ে করণীয় নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের হল রুমে ৩০জন যুবদের নিয়ে ওই আলোচনা সভার আয়োজন করে ডরপ।


আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী অফিসার রানুয়ারা খাতুন। বিশেষ অতিথি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফরিদা ইয়াসমিন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমন্টে অর্গানাইজেশন অব দ্য রুরাল পূওর(ডরপ)- এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুবিনা ইসলাম। সভা সঞ্চালনা করেন, ডরপ- টাঙ্গাইল জেলার ফ্যাসিলেটেটর জাহাঙ্গীর আলম।


ডরপ আয়োজিত ওই অনুষ্ঠানে অংশ গ্রহণকারী যুব সদস্যরা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক তামাক নিয়ন্ত্রণ আইনের প্রস্তাবিত খসড়া দ্রুত চূড়ান্ত করার দাবি জানান এবং অলোচনার বিষয়গুলো নিয়ে তাদের বন্ধু-বান্ধব ও পাড়া-মহল্লায় আলোচনার অঙ্গীকার করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno