আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৯:০৬

দেলদুয়ারে সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল আজহা উদযাপন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশীনাড়া গ্রামের ৫০টি পরিবার সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে বুধবার (২৮ জুন) সকালে ঈদুল আজহা উদযাপন করেছে।


স্থানীয় ইমাম আব্দুর রহমান জানান, বুধবার সকাল ৮টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। নামাজে শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। তিনি ঈদের নামাজ পড়ান। নামাজ শেষে মুসল্লিরা কোলাকুলি করেন। নামাজ শেষে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করা হয়। সৌদি আরবের সাথে একই দিনে ঈদ উদযাপন করতে পেরে আনন্দ প্রকাশ করে মুসল্লিরা। পরে তারা পশু কোরবানি করে।


লাউহাটি ইউপি চেয়ারম্যান শাহিন মোহাম্মদ খান জানান, শশীনাড়া একটি ছোট গ্রাম।এই গ্রামে পাঁচ শতাধিক মানুষের বসবাস। এই গ্রামের একটি সমাজের শতাধিক মানুষ সৌদির সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে ঈদ উদযাপন করে থাকে।


প্রসঙ্গত, ২০১২ সাল থেকে এ গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno