আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সন্ধ্যা ৭:৩১

দেশের মানুষ মোটেই ভালো নেই, সবাই রাজা-বাদশা :: কাদের সিদ্দিকী

 

দৃষ্টি নিউজ:

কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম বলেছেন, আমাদের দেশের অবস্থা ভালো নেই, একেবারেই ভালো নেই। দেশের মানুষের মানবিকতা নেই, মান-সম্মান নেই, ছোট বড় পার্থক্য নেই, সবাই রাজা-বাদশা হয়ে গেছে।


তিনি বলেন, স্বাধীন দেশে শিশুকে বেঁধে রেখে মুক্তিপণ আদায় করা হয়। এজন্য আমরা মুক্তিযুদ্ধ করি নাই। এজন্য দেশকে স্বাধীন করি নাই। এটা মানুষের দেশ হয় নাই। যতো বড় বড় কথা বলুক দেশে উন্নয়ন হয়েছে, দালান কোঠা হয়েছে, মাদরাসা হয়েছে।

সারাদিন যে কামলা দিয়ে খায় সেই মানুষটা বাজারে গিয়ে পেঁয়াজ কিনতে পারে না, মরিচ কিনতে পারে না, লবণ কিনতে পারে না। আমি চাই, যে মানুষ পরিশ্রম করবে তিনি সম্মান নিয়ে ভালোভাবে বেঁচে থাকবেন। শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত ১০ টার দিকে টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নের কলিয়া গ্রামে হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর বাৎসরিক ওরশ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


বাসাইল পৌরসভার গত নির্বাচনে নৌকার প্রার্থীর অপতৎপরতা উল্লেখ করে বঙ্গবীর বলেন, নৌকা প্রতীক পেলেই ইলেকশনে পাস- সেটা ভুলে যান। এবারের ভোটে যত বেশি মানুষ কেন্দ্রে ভোট দিতে যাতে ততই গণতন্ত্র বেগবান হবে। মানুষকে যারা অত্যাচার করে, মানুষকে যারা ঠকায়- তাদেরকে ছাড় দেওয়া হবেনা।


এসময় বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, সাবেক মেয়র আব্দুর রহিম আহমেদ, হযরত ছিদ্দিক তোতা শাহ কবির (রা.) এর ছেলে হযরত আবু বক্কর ছিদ্দিক, উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক আশরাফুল আলম খান, উপজেলা যুব আন্দোলনের সভাপতি জাহাঙ্গীর বিন জাফর প্রমুখ উপস্থিত ছিলেন।


প্রকাশ, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৮(বাসাইল-সখীপুর) আসনে কৃষক শ্রমিক জনতা লীগের গামছা প্রতীক নিয়ে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno