আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১১:৪৫

ধনবাড়ীতে ‘তথ্য আপা’র সেবা বিষয়ক উঠান বৈঠক

 

ধনবাড়ী সংবাদদাতা:

‘শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়’ প্রতিপাদ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন(২য় পর্যায়) প্রকল্পের আওতায় ‘তথ্য আপা’র সেবা বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(১৫ অক্টোবর) টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি খন্দকারপাড়া গ্রামে তথ্য সেবা কেন্দ্রের আয়োজনে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার অরিফা সিদ্দিকার সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্য রাখেন, রিসোর্স পার্সন উপজলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা বেগম, মুশুদ্দি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ফটু, ইউপি সদস্য আল-আমিন, ইউপি সচিব আ. কদ্দুস, তথ্য সহকারী রেশমা আক্তার ও ফিরোজা বেগম, সেবা গ্রহিতা লাবণী আক্তার কণা, রিনা খাতুন প্রমূখ।

বৈঠকে বাল্য বিয়ে, মহিলাদের স্বাস্থ সেবা, সন্ত্রাস, মাদক, তথ্য প্রযুক্তি সেবা, জঙ্গিবাদসহ বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। তথ্য সেবা কর্মকর্তা শামীমা আক্তার শাম্মীর অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

পরে তথ্য কেন্দ্রের মাধ্যমে অতিথিরা ৫০জন গ্রামীণ তৃণমূল মহিলাদের প্রত্যককে ১০০টাকা করে তুলে দেন। উঠান বৈঠকে তৃণমূলের নারীরা ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno