আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সন্ধ্যা ৭:৪৯

ধলেশ্বরী নদীতে যুবকের বড়শিতে একশ’ কেজির ডলফিন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ধলেশ্বরী নদী থেকে বড়শিতে ধরা পড়েছে একশ’ কেজি ওজনের বিরল প্রজাতির সামুদ্রিক মাছ শুশক বা ডলফিন। সমুদ্রের দূর্লভ মাছ নদীতে ভেসে লোকালয়ে আসায় স্থানীয় লোকজনের মধ্যে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। রোববার (৩১ জুলাই) ডলফিন বা শুশক মাছটি এক নজর দেখতে শ’ শ’ উৎসুক জনতা ভিড় করছে।


রোববার ভোরে নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গালিয়া ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবকের বড়শিতে ধরা পড়ে ওই শুশক মাছ বা ডলফিন। সেন্টু উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামের আমজাদ আলী।


এলাকাবাসী জানায়, রোববার ভোরে উপজেলার সহবতপুর ইউনিয়নের জাঙ্গলিয়া এলাকায় ধলেশ্বরী নদীতে সেন্টু নামে এক যুবক সন্ধ্যা রাতে বোয়াল মাছের বড়শি (জিয়ালা বড়শি) নদীতে ফেলে আসে। বড়শি ফেলার পর ছোট একটি বোয়াল মাছ বড়শিতে আটকে যায়। ওই যুবক মাছটি খুলে আনার জন্য যায়।

এসময় আকস্মিক ভাবে বিশাল আকৃতির শুশক মাছ বড়শিতে থাকা বোয়াল মাছটিকে গিলতে গিয়ে আটকে যায়। পরে সেন্টু মাছটি দেখে ভয় পেয়ে চিৎকার করতে থাকেন। এসময় তার চিৎকারে নদী তীরের লোকজন ঘটনা স্থলে ছুটে আসে।

স্থানীয় জনতার সহায়তায় মাছটি ডাঙায় তুলে আনা হয়। এরপর শুশক মাছটি স্থানীয় জাঙ্গালিয়া বাজারে নেয়া হয়। মুহুর্তের মধ্যে এ খবর ছড়িয়ে পড়লে দূর-দুরান্ত থেকে হাজারো মানুষ শুশক মাছটি দেখতে ভির জমায়।

সেন্টু মিয়া জানান, আকস্মিক ভাবে বিশাল আকৃতির শুশক মাছ বড়শিতে আটকে যাওয়ায় প্রথমে তিনি ভয় পেয়েছিলেন। তার ভয়ার্ত চিৎকার শোনে এলাকার মানুষ এগিয়ে আসে। পরে স্থানীয়দের সহায়তায় মাছটি ডাঙায় তুলে আনা হয়।


সেন্টু আরও জানান, শুশক মাছটির ওজন প্রায় একশ’ কেজি। রোববার ভোরে জাঙ্গালিয়া বাজারে নেওয়া হলে স্থানীয়রা কয়েকজন মিলে ১৫ হাজার টাকায় মাছটি কিনে নেন।


ক্রেতা ইসমাইল মিয়া জানান, মাছটি ১৫ হাজার টাকায় সেন্টুর কাছ থেকে কিনে নেওয়া হয়েছে। পরে তারা কয়েকজন মিলে মাছটি ভাগ করে নিয়েছি।


নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. মাছুম বিল্লা জানান, মাছটি বিলুপ্তির পথে। এটি সংরক্ষিত প্রাণী। সংবাদ পেয়ে আমরা বাজারে যাই। তবে এর আগেই স্থানীয়রা সেটি কিনে ভাগাভাগি করে নিয়ে গেছেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno