আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ১২:৩৬

নদী খননে সংঘর্ষের ঘটনায় বিএনপি কর্মীদের অস্ত্রের মহড়া!

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের নিউ ধলেশ্বরী নদী খনন কাজে আধিপত্য বিস্তার নিয়ে আ’লীগ-বিএনপি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে গোহালিয়াবাড়ী এলাকায় স্থানীয় বিএনপি কর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়ার খবর পাওয়া গেছে।

জানাগেছে, নিউ ধলেশ্বরী নদী খনন কাজে আধিপত্য বিস্তার নিয়ে শনিবার(৪ জানুয়ারি) গোহালিয়াবাড়ী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডলদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের ১০ জন আহত বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটে। এসময় বিএনপি নেতাকর্মীদের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে পুলিশ বিভিন্ন ধরণের শতাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করে। ওই ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ কর্মী মো. আল মামুন বাদি হয়ে ৯ জনের নামোল্লেখ সহ অজ্ঞাত ৬-৭জনের নামে কালিহাতী থানায় অভিযোগ দায়ের করেন। কিন্তু অজ্ঞাত কারণে পুলিশ ওই মামলাটি অদ্যাবধি এফআইআর হিসেবে গন্য করেনি। উপরন্তু বিএনপি নেতাদের পক্ষের অভিযোগ এফআইআর হিসেবে গ্রহন করে আটক গোহালিয়াবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফারুক আহম্মেদ, আ’লীগ নেতা হাকিম উদ্দিন ও মোতালেব হোসেনকে আদালতে প্রেরণ করে।

ওই ঘটনার জের ধরে রোববার(৫ জানুয়ারি) বিকালে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ মন্ডল ও বিজিবি সদস্য আব্দুল আলীমের নেতৃত্বে নুরুল ইসলাম, আমিনুল, সোহেল, নোমান সহ ১৫-১৬জন ব্যক্তি গোহালিয়াবাড়ী বাজারে মহড়া দেয়। এ ঘটনা জানালে পুলিশ এসে এলাকায় টহল দিলে তারা আত্মগোপণে চলে যায়। সোমবার(৬ জানুয়ারি) সকালে আবার তারা দা, ফালা, লাঠি, বল্লম নিয়ে গোহালিয়াবাড়ী বাজারে মহড়া দেয়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান আল মামুন জানান, আমাদের অভিযান অব্যাহত আছে। কেউ আইনের উর্ধে নয়। অপরাধীকে আমরা কোন ছাড় দেব না।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno