আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ১১:২২

নাগরপুরে অটোরিকশা শ্রমিকদের মাঝে মানবিক সহায়তা বিতরণ

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুরে করোনা ভাইরাসের কারণে স্থানীয় দেড় হাজার অটোরিকশা(ইজিবাইক) শ্রমিক প্রায় দেড় মাস যাবৎ কর্মহীন।

শুক্রবার(৮ মে) সকালে উপজেলার যদুনাথ ময়দান (হাসপাতাল মাঠ) প্রাঙ্গণে ওই শ্রমিকদের মাঝে সরকারের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম।

জানা যায়, নাগরপুরে সরকারি নির্দেশনা মেনে কর্মহীন ২৫০ অটোরিকশা শ্রমিকের মাঝে মানবিক সহায়তা হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু বকর সিদ্দিক, উপজেলা অটোরিজকশা ও ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. শাহ আলম মিয়া প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno