আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১০:০৪

নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

 

নাগরপুর সংবাদদাতা:

‘প্রজন্ম হোক সমতার- সকল নারীর অধিকার’ প্রতিপাদ্যে টাঙ্গাইলের নাগরপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রোববার(৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভায় মিলিত হয়।

নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর সভাপতিত্বে ‘নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুবুর আলম, নাগরপুর সরকারি কলেজের প্রভাষক মো. শরিফ মিয়া প্রমুখ।

এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno