আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ৯:৫৯

নাগরপুরে প্রাণিসম্পদ প্রদর্শনী

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুরে প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ জুন) দিনব্যাপী উপজেলা পরিষদ চত্বরে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান ওই প্রদর্শনীর উদ্বোধন করে মহামারী করোনাভাইরাসের কারণে সীমিত পরিসরে স্থানীয় প্রাণিসম্পদের সাথে সম্পৃক্ত ও প্রাণিসম্পদ খামারি এবং ডেইরি ফার্ম মালিকদের নিয়ে প্রদর্শনীর ৪০টি স্টল ঘুরে দেখেন।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে ওই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন

কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ সোহেল রানা, নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান বাহার, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. জাফরুল হাসান রিপন প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ফারুক হোসাইন।

দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর সমাপনী অনুষ্ঠানে স্থানীয় প্রাণিসম্পদ উদ্যোক্তা ও খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno