আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১০:৪৯

নাগরপুরে বিপুল পরিমাণ চায়না জাল ধ্বংস

 

নাগরপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে জব্দকৃত প্রায় দুই লাখ টাকা মূল্যের চায়না জাল রোববার(৮ আগষ্ট) সন্ধ্যায় পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের কোনাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ওই জাল জব্দ করা হয়।

টাঙ্গাইলের নাগরপুরে নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে এর নিম্নাঞ্চলে বর্ষার নতুন পানিতে দেশীয় মাছের প্রজনন মৌসুম চলছে। নতুন পানি থেকে সহজে মাছ ধরতে পেশাদার জেলে থেকে মৌসুমী মৎস্য শিকারীরা নিষিদ্ধ কারেন্ট জালের পাশাপাশি চায়না জাল ব্যবহার করছে।

ফলে মাছের ডিম থেকে শুরু করে সব ধরণের মাছ চায়না জালে ধরা পড়ছে। এতে দেশি জাতের মাছের বংশবৃদ্ধি হুমকিতে পড়েছে।

রোববার বিকালে উপজেলা নির্বাহী অফিসার সিফাত-ই-জাহান বেকড়া ইউনিয়নের কোনাবাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চায়না জাল জব্দ করেন। পরে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno