আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১১:০১

নাগরপুরে মাস্ক না পড়ায় ১৯ পথচারীর জরিমানা

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাস্ক না পড়ার অপরাধে ১৯ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার(১৭ আগস্ট) দিনব্যাপী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম ওই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।

ভ্রাম্যমান আদালত সদর বাজারের বটতলা, বাসট্যান্ড, রিকশাস্ট্যান্ড, তালতলা প্রভৃতি এলাকায় ব্যবসায়ী ও পথচারীদের সচেতন করতে অভিযান চালায়।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংক্রামক রোগে অবহেলা জনিত কার্য সম্পাদন করায় ১৯ জন পথচারী ও দোকানীকে তিন হাজার ২০০ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফয়েজুল ইসলাম বলেন, নাগরপুরে প্রতিদিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

করোনার হাত থেকে নাগরপুরকে রক্ষা করতে মাস্ক ব্যবহারের বিকল্প নেই। মাস্ক ব্যবহারে সচেতনতা বাড়াতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno