আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ১১:২৪

নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

dristy.tv p-28
টাঙ্গাইলের সখীপুরে মাদক, যৌনহয়রানি, বাল্যবিয়ে ও ভেজাল খাদ্য প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(৩০ মে) দুপুরে উপজেলার মুখতার ফোয়ারা চত্বরে ‘গুডলাক’ নামের একটি সামাজিক সংগঠন এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ‘গুডলাক’র সভাপতি ফজলুল হক বাপ্পা, সাধারণ সম্পাদক মামুন হায়দার, জলসা সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার বর্মণ, কবি শাহআলম সানি প্রমুখ। মানববন্ধনে ছাত্র, সাংবাদিক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী ও সুধীজনরা অংশ গ্রহণ করেন ।
এ সময় বক্তরা মাদক, যৌনহয়রানি, বাল্যবিয়ে ও ভেজাল খাদ্য প্রতিরোধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের কর্তৃক ভ্রাম্যমাণ আদালত চালু রাখার দাবি জানান। এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno