আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সন্ধ্যা ৬:৪৫

নির্মাণাধীন ভবন থেকে পা ফসকে নিচে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে একটি নির্মাণাধীণ ভবনে কাজ করতে গিয়ে শুক্রবার(২৬ এপ্রিল) দুপুরে ছাদ থেকে পা ফসকে নিচে পড়ে বাবুল মিয়া বাবু(৫৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি ভূঞাপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের গুটু মিয়ার ছেলে।


স্থানীয় ওয়াহেদুজ্জামান পলাশ জানান, জুয়েল নামে এক ব্যক্তির নির্মাণাধীন ভবনে ওই নির্মাণ শ্রমিক কাজ করছিলেন। কাজ করতে গিয়ে হাঠৎ পা ফসকে ভবনের চার তলার ছাদ থেকে নিচের একটি ড্রেনে পড়ে যায়। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


স্থানীয়রা জানায়, নির্মাণাধীন ওই ভবনে কোনো নিরাপত্তা বেষ্টনী ছিল না। নির্মাণ শ্রমিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছিলেন।


নির্মাণাধীন ভবনের মালিক জুয়েল জানান, নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনাটি একটি দুর্ঘটনা। এ বিষয়ে তার পরিবারের সাথে সমঝোতা হয়েছে। নিহত শ্রমিককে তো আর ফিরিয়ে দেওয়া সম্ভব নয়- তবে তার পরিবারকে সাধ্য অনুযায়ী অর্থ সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছেন।


ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, এ বিষয়ে কেউ অবগত বা কোন অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno