আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১১:৫৪

পবিত্র রমজানে টাঙ্গাইলে পণ্যমূল্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা

 

দৃষ্টি নিউজ:

পবিত্র রমজান উপলক্ষে টাঙ্গাইলের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে পণ্যমূল্যের দাম বাড়ানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বুধবার (৬ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তারা ওই মন্তব্য করেন।


বক্তরা বলেন, জেলার নি¤œ ও মধ্যবিত্ত শ্রেণির মানুষজন ভালো নেই। বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁঁয়েছে। সীমিত আয়ের মানুষের সংসার চালানো দায় হয়ে পড়েছে। এপরিস্থিতিতে পবিত্র রমজানে দ্রব্যমূল্য অবশ্যই সহনশীল পর্যায়ে রাখতে হবে।


কনজুমারস অ্যাসোনিয়েশনের সভাপতি মঞ্জু রাণী প্রামানিকের সভাপতিত্বে টাঙ্গাইলের বাজার পরিস্থিতি ও খাদ্য বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো. ওলিউজ্জামান(উপ-সচিব পদোন্নতিপ্রাপ্ত)।

বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদিন, প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ ও টাঙ্গাইল জেলা জাতীয় ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সিকদার শাহীনুর আলম।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা কনজুমারস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জল, কৃষি বিপণন কর্মকতা ফারজানা আক্তার এবং শহরের সবচেয়ে বড় পার্ক বাজার সমিতির সভাপতি সহ বিভিন্ন বাজার সমিতির সভাপতি-সম্পাদকরা।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno