আজ- ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  রাত ১০:০৭

পাঁচ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে প্রায় পাঁচ লাখ টাকার শাল-গজারি কাঠ উদ্ধার করেছে বনবিভাগ। সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে গড়গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে ওই কাঠ জব্দ করা হয়।

বনবিভাগ সূত্রে জানা যায়, টাঙ্গাইল বিভাগীয় বন কর্মকর্তা ড. জহিরুল হকের নির্দেশে বহেড়াতৈল রেঞ্জ কর্মকর্তা এএইচএম এরশাদের নেতৃত্বে বিট অফিসার ও বনপ্রহরীদের সমন্বয়ে গোপন সংবাদের ভিত্তিতে বহেড়াতৈল সদর বিটের গড়গোবিন্দপুর এলাকায় অভিযান চালানো হয়।

এ সময় গাছের লতা-পাতা দিয়ে ঢাকা অবস্থায় প্রায় পাঁচ লাখ টাকার শাল-গজারি গাছ উদ্ধার করে রেঞ্জ অফিসে নেওয়া হয়েছে।

বহেড়াতৈল রেঞ্জ অফিসার এএইচএম এরশাদ জানান, দীর্ঘ দিন ধরে একটি সংঘবদ্ধ চোরাই কাঠ ব্যবসায়ী শাল-গজারি কাঠ দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। উদ্ধারকৃত কাঠও পাচারের উদ্দেশ্যে মজুদ করা হয়েছিল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno