আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:১২

পুংলী নদীতে অবৈধ বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:

পুংলী নদীর টাঙ্গাইল সদর উপজেলার অংশে অবৈধভাবে বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

অভিযানে অবৈধ বাংলা ড্রেজার ধ্বংস ও প্রায় এক হাজার ফুট বালু পরিবাহী পাইপ গুড়িয়ে দেওয়া হয়। শনিবার (২ জুলাই) সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া ওই অভিযান চালান।


জরিমানাপ্র্রাপ্তরা হচ্ছেন- কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকার একাব্বর আলীর ছেলে টুটুল(২৫) ও আমির আলী ছেলে মিজান(২০)। তারা পুংলী নদীতে অবৈধ বাংলা ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন।


জানা যায়, টাঙ্গাইল সদর উপজেলার বড়বাশালিয়া গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আশরাফুল আলম সুমন, কালিহাতী উপজেলার রাজবাড়ী গ্রামের মৃত জলিল সরকারের ছেলে উজ্জ্বল সরকার, পৌলী গ্রামের একাব্বর আলীর ছেলে টুটুল, আমির আলী ছেলে মিজান, শফিকসহ ৮-১০ জন বালু ব্যবসায়ী দীর্ঘদিন যাবত পুংলী নদীতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছিলেন।

ফলে নদী তীরবর্তী এলাকার বসতবাড়ি ও ফসলী জমি নদীগর্ভে বিলীন হচ্ছিল। এলাকাবাসীর পক্ষে বড়বাশালিয়া গ্রামের নজরুল ইসলাম ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।


টাঙ্গাইল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অতনু বড়ুয়া জানান, পুংলী নদীতে উল্লেখিতরা দীর্ঘদিন যাবত অবৈধভাবে বালু উত্তোলন করছিল। বার বার সতর্ক করার পরও বালু উত্তোলন বন্ধ না করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই বালু ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno