আজ- ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:৪৭

পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

dristy.tv pi-26
টাঙ্গাইল জেলার সকল ম্যাটস্ শিক্ষার্থীদের উদ্যোগে রোববার(৩০ এপ্রিল) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাব চত্তরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উচ্চশিক্ষাসহ ৪ দফা দাবি আদায়ের ম্যাটস্ শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে নোয়াখালী, বাগেরহাট, রাজশাহী, বগুড়া এবং টাঙ্গাইলে পুলিশি হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন ও পথ সভা করা করা হয়।   
পথসভায় বক্তব্য রাখেন, মেডিকেল ডিপ্লোমা এডুকেশন অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আমিনুল ইসলাম, ডিপ্লোমা ইন্টার্নি ডক্টর অ্যাসোসিয়েশন টাঙ্গাইল জেলা শাখার সভাপতি শুভ কুমার বিশ্বাস, দাবি বাস্তবায়ন কমিটি টাঙ্গাইল জেলা শাখার মুখপাত্র মো. খাইরুল আহ্সান, যুগ্ম-আহ্বায়ক রেদুয়ান ইসলাম, জাহিদ হাসান রবি, রাইজুল, শুকুর মাহমুদ, মারুফ তরফদার, সৈকত প্রমুখ। শিক্ষার্থীদের এ চার দফায় রয়েছে, বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়ন অনুযায়ী উচ্চ শিক্ষার ব্যবস্থা নিশ্চিত, মেডিকেল এডুকেশন এর স্বতন্ত্র বোর্ড গঠন, ডিপ্লোমাধারীদের ন্যায় দশম গ্রেড প্রদান ও ইন্টার্নিশীপ ভাতা প্রদান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno