আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ১০:৫১

প্রসূতি মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের সখীপুরে এক প্রসূতির মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকালে মডার্ন ডক্টরস হাসপাতালে ভাংচুর চালিয়েছে রোগীর স্বজনরা।

রোগীর স্বজনরা জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে সখীপুরের মডার্ন ডক্টরস হাসপাতালে রুনা লায়লা নামে এক প্রসূতি রোগী ভর্তি হয়। দুপুর ২ টার দিকে ব্যথা উঠলে অপারেশনের জন্য ওটি প্রস্তুত করেন ডা. আনোয়ার হোসেন। অপারেশন চলাকালীন সময়ে রোগী মারা যায়।

মৃত্যুর খবরে রোগীর স্বজনরা হাসপাতাল ঘেরাও করে ভাংচুর চালায়। রোগীর স্বজনরা এটাকে হত্যা বলে অভিহিত করে অভিযুক্ত ডাক্তারের শাস্তি দাবি করেন। অপরদিকে, রোগী ওটিতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন বলে দাবি করেছেন মডার্ন ডক্টরস হাসপাতাল মালিক ডা. আনোয়ার হোসেন।

সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা.শাহিনুর রহমান প্রসূতি মৃত্যুর বিষয়ে কোন বক্তব্য দিতে রাজি হননি।

সখীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আমীর হোসেন জানান, প্রসূতির মৃত্যু ও ভাংচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে ক্ষুব্ধ মৃত প্রসূতির স্বজনদের শান্ত করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান, নির্বাহী অফিসার ও উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক ঘটনাস্থলে যান।

পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাসে মৃত প্রসূতিসহ নবজাতককে স্বজনরা বাড়িতে নিয়ে যান। তবে এ ঘটনায় থানায় অভিযোগ করা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ওসি।

এ প্রসঙ্গে সখীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) চিত্রা শিকারী বলেন, প্রসূতির মৃত্যু ও ভাংচুরের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। আমরা নন-মেডিকেল হওয়ায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলতে পারছিনা।

এ কারণে স্বজনদের তদন্ত করে মৃত্যুর রহস্য উৎঘাটন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়া হয়। পরে নিহতের পরিবার নবজাতক ও মৃত প্রসূতির লাশ বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় স্বজনরা থানায় মামলা করতে চাইলে পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno