আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  সকাল ১০:০৫

বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ৯২ রুটে দূরপাল্লার বাস চলাচল শুরু

 

দৃষ্টি নিউজ:

সরকারি নির্দেশনার পর বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে ২৬টি জেলার ৯২টি রুটে আবার দূরপাল্লার বাস চলাচল শুরু করেছে।

লকডাউনে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার(২৪ মে) ভোর থেকে মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল করছে।

টাঙ্গাইল বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে এবং অন্য জেলার বাসগুলোও টার্মিনালে আসছে।

এছাড়া মহাসড়কে বিভিন্ন জেলার দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে। তবে সব ধরণের গাড়ি চলাচল করলেও মহাসড়কে যানজট দেখা যায়নি।

প্রকাশ, উত্তরবঙ্গের ১৮টি জেলাসহ ২৬টি জেলার ৯২টি রুটের দূরপাল্লার বাস বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়ক দিয়ে চলাচল করে থাকে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno