আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৩:৫১

বঙ্গবন্ধুসেতু স্টেশনে বগি লাইনচ্যূতির ৯ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনে বগি লাইনচ্যূত হওয়ার দীর্ঘ ৯ ঘণ্টা পর উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার(২৬ জুলাই) সকালে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে।

কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যূত বগিগুলো উদ্ধার কার্যক্রম শেষ করলে সকাল সোয়া ৯টার দিকে রেল চলাচল স্বাভাবিক হয়। শান্তাহার রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়ের স্টেশন মাস্টার মনির আহমেদ জানান, ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে দুর্ঘটনার ৯ ঘণ্টা পর রোববার সকাল সাড়ে ৮ টার দিকে কুড়িগ্রাম এক্সপ্রেসের লাইনচ্যূত বগিগুলো লাইনে তোলা হয়।

এরপর সকাল ৯টা ২০ মিনিটে উত্তরবঙ্গ থেকে আসা নীলসাগর এক্সপ্রেস বঙ্গবন্ধুসেতু পূর্ব স্টেশন পাড় হয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। পরে নীল সাগর ও লালমনিরহাট এক্সপ্রেস বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশন পাড় হওয়ার মধ্য দিয়ে মাধ্যমে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরো জানান, এরআগে শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস(৭৫৭) নামের ট্রেন যাত্রী নিয়ে কুড়িগ্রাম যাওয়ার পথে বঙ্গবন্ধুসেতু পূর্ব রেল স্টেশনের ২০০ গজ পশ্চিমে সেতুতে ওঠার আগ মুহুর্তে চারটি বগি লাইনচ্যূত হয়।

এ সময় উত্তর ও দক্ষিণ দিকের চারটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। তবে দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno