আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:১৯

বঙ্গবন্ধু সেতুতে সোয়া তিন কোটি টাকা টোল আদায়

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বেড়ে কখনও সামান্য যানজট ও ধীরগতিতে অস্বস্তি নিয়ে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ। বঙ্গবন্ধু সেতু দিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২ হাজার ৫৬০টি যানবাহন পারাপারের বিপরীতে তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। মঙ্গলবার (২৭ জুন) সকালে বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ(বাসেক) সূত্রে জানা যায়, সোমবার (২৬ জুন) সকাল ৬টা থেকে মঙ্গলবার(২৭ জুন) সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তিন কোটি ২৫ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

এরমধ্যে সেতুর টাঙ্গাইল অংশে ২৪ হাজার ৮১৭টি যানবাহনের বিপরীতে এক কোটি ৬৬ লাখ ৯৪ হাজার ৯০০ টাকা এবং সেতুর সিরাজগঞ্জ অংশে ১৭ হাজার ৭৪৩টি যানবাহন থেকে এক কোটি ৫৮ লাখ ৫৬ হাজার ৫৫০ টাকা টোল আদায় হয়েছে।


বঙ্গবন্ধু সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আহসানুল কবীর পাভেল জানান, ঈদের সময় স্বাভাবিকের তুলনায় যানবাহন কয়েকগুণ বেশি পারাপার হয়। টোল আদায়ের কারণে মহাসড়কে যানজট এড়াতে উভয়পাড়ে অতিরিক্ত টোল বুথ বসানো হয়েছে।


প্রসঙ্গত, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের ২৩টি জেলার যানবাহন চলাচল করে। স্বাভাবিকভাবে প্রতিদিন ১৫-২০ হাজার যানবাহন সেতু পারাপার হয়। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে পরিবহনের সংখ্যা কয়েকগুণ বেড়ে যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno