আজ- ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার  সন্ধ্যা ৭:৫২

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়ক অবরোধ

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতীতে বখাটের হাতে শিক্ষক লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সল্লায় অবরোধ করে বৃহস্পতিবার (১৯ মে) দুপুরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। অবরোধের ৩০ মিনিটের মধ্যে থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।


জানা যায়, সল্লা সমবায় উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক(ইংরেজি) সুশান্ত কুমার সূত্রধর ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বৃহস্পতিবার(১৯ মে) সকালে স্থানীয় বখাটে মো. শিশির মিয়া(২২) স্কুল প্রাঙ্গণে ঢুকে তাকে শারিরীকভাবে লাঞ্ছিত করে পালিয়ে যায়। মো. শিশির মিয়া সল্লা গ্রামের সাবেক ইউপি সদস্য নাসির উদ্দিনের ছেলে।


এদিকে, শিক্ষক লাঞ্ছনার ঘটনা শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা একত্রিত হয়ে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কের সল্লায় অবরোধ সৃষ্টি করে। তারা বখাটে মো. শিশির মিয়ার দৃষ্টান্তমূলক শস্তির দাবিতে সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

এ সময় মহাসড়কের দুইপাশে প্রায় ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত কালিহাতী থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও সল্লা ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম জানান, বিদ্যালয়ে যাওয়া-আসার সময় মাঝে মধ্যেই ওই বখাটে শিশির বিদ্যালয়ের ছাত্রীদের উত্ত্যক্ত করে। তিনি শিক্ষক লাঞ্ছনার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পরে বখাটে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দিলে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে যায়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদেক আলী মোল্লা জানান, শিক্ষক লাঞ্ছনার ঘটনা ছড়িয়ে পড়লে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নেয়। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে বখাটে শিশিরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।


কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা আজিজুর রহমান জানান, লাঞ্ছিত শিক্ষক অভিযোগ দিলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno