আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ১:০৫

বন্যায় কোন পরিবারই অভুক্ত থাকবে না :: এমপি টিটু

 

নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেছেন, যেকোন দুর্যোগে সরকার অসহায় মানুষের পাশে রয়েছে।

বন্যায় নাগরপুর ও দেলদুয়ার উপজেলার কোন পরিবারই অভুক্ত থাকবে না। করোনা ও বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় প্রতিটি পরিবারকে সরকারি সাহায্যের আওতায় আনার কার্যক্রম অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ঈদের আগেই সকল ত্রাণ কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা অব্যাহত আছে। বন্যায় কোন পরিবার যেন অভুক্ত না থাকে সে দিকে সরকারের তীক্ষ্ম দৃষ্টি রয়েছে।

শনিবার(২৫ জুলাই) সকালে তিনি নাগরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পৃথকভাবে প্রায় ১৬ হাজার পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেন।

এছাড়া তিনি উপজেলার বিভিন্ন আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ ফয়েজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রকল্প

বাস্তবায়ন কর্মকর্তা আবু বকর সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. উজ্জল হোসেন মোল্লা সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno