আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  দুপুর ১২:৩৫

বর্ষায়ও মাটি উত্তোলনের দায়ে বাংলা ড্রেজার ধংস

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরহামজানী গ্রামে বর্ষা মৌসুমেও বাংলা ড্রেজার বসিয়ে আবাদী জমির মাটি কেটে বিক্রি করায় তিনটি অবৈধ বাংলা ড্রেজার পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত।

রোববার(১৬ আগস্ট) বিকালে উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমান আদালত ওই অভিযান পরিচালনা করে।

জানা যায়, দুর্গাপুর ইউনিয়নের চরহামজানী পশ্চিমপাড়া এলাকায় পুরাতন ধলেশ্বরী নদীর(বর্তমানে ভরাট হওয়া) তীরে পৃথক স্থানে পর পর তিনটি বাংলা ড্রেজার বসিয়ে দিন-রাত মাটি কেটে বিক্রি করছিল।

ফলে স্থানীয়দের আবাদী জমি সহ ২২-২৩টি বসতবাড়িতে ভাঙন দেখা দেয়। এ বিষয়ে প্রতিকার চেয়ে স্থানীয় মো. আব্দুল বারী উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার রহমান জানান, অভিযোগ পেয়ে অভিযান চালিয়ে তিনটি বাংলা ড্রেজারে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং প্রায় সাড়ে পাঁচ হাজার ফুট ড্রেজারের পাইপ ধংস করা হয়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno