আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১০:৫৩

বাসাইলে মন্দির রক্ষায় মানববন্ধন

 

বাসাইল সংবাদদাতা:

টাঙ্গাইলের বাসাইলে পালপাড়া মন্দির রক্ষায় মানবন্ধন করেছেন স্থানীয়রা। শনিবার(২৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। দুই শতাধিক সনাতন ধর্মাবলম্বী ঘণ্টাব্যাপী মানবন্ধনে অংশ গ্রহন করেন।

জানা যায়, সনাতন ধর্মাবলম্বী ৮টি গ্রামের মানুষ বাসাইল পালপাড়া সার্বজনীন মন্দিরে দীর্ঘদিন যাবৎ পুজা আর্চনা করে আসছেন। সম্প্রতি মন্দির সংস্কারের জন্য সরকারি অনুদান আসে। মন্দির কর্তৃপক্ষ সংস্কার কাজ শুরু করলে কল্পনা রাণী ওই জায়গাটিকে বন্ধ থাকা সল্পব্যয়ী প্রাথমিক বিদ্যালয়ের বলে দাবি করেন। এ বিষয়ে আদালতে একাধিক মামলাও রয়েছে। ফলে মন্দির সংস্কারে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। মানববন্ধনে অংশ গ্রহনকারীরা দ্রুত মামলা সংক্রান্ত জটিলতাসহ সকল সমস্যা সমাধানকল্পে যথাযথ প্রক্রিয়ায় মন্দির ও বিদ্যালয় নির্মাণের দাবি জানান।

এ বিষয়ে কল্পনা রাণী পাল বলেন, ‘আমি মন্দির নির্মানের বিপক্ষে নই। তবে বিদ্যালয়ের জায়গা অন্য কেউ যেন জবরদখল করতে না পারে সে জন্যই আদালতের আশ্রয় নিয়েছি। এ ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দিবেন’।

উল্লেখ, গত বৃস্পতিবার(২৩ জানুয়ারি) কল্পনা রাণী পাল বাসইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বিদ্যালয়ের জায়গা জবরদখলের অভিযোগ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno