আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:৫৩

বাসাইলে হেরোইন সহ স্বামী-স্ত্রী আটক

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের বাসাইল উপজেলার করাতিপাড়া থেকে বুধবার(৫ এপ্রিল) ভোরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইন সহ তিন বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৪)। র‌্যাব-১৪ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।


আটককৃতরা হচ্ছেন- বাসাইল উপজেলার করাতিপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম(৪০), তার স্বামী ও মৃত আ. লতিফের ছেলে মনোয়ার হোসেন(৪৮) এবং জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার শিমলা পল্লী(পূর্বপাড়া) গ্রামের মৃত জবান আলীর ছেলে আ. আজিজ(৫৫)।


র‌্যাব-১৪ জানায়, আটক ছাফাতুন আক্তার ওরফে রুবি বেগম ও তার স্বামী মনোয়ার হোসেন রাজশাহী থেকে হেরোইন এনে বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। আ. আজিজ হেরোইন কিনতে তাদের বাড়িতে আসেন।

গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র‌্যাব ওই বাড়িতে অভিযান চালায়। অভিযানে বাড়িতে রাখা বালির ঢিবির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩১৫ গ্রাম হেরোইন সহ ক্রেতা আ. আজিজ ও বিক্রেতা স্বামী-স্ত্রীকে আটক করে।


র‌্যাব-১৪ আরও জানায়, আটককৃতরা রাজশাহী থেকে হেরোইন সংগ্রহ করে টাঙ্গাইল, ময়মনসিংহ ও জামালপুর জেলার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তাদের নামে বাসাইল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno