আজ- ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ সোমবার  সকাল ৮:২২

বিএসটিআই’র ভেজাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা

 

দৃষ্টি নিউজ:


ঢাকাস্থ বিএসটিআই’র উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহসীনা নাসরিনের নেতৃত্বে বুধবার(১৪ ফেব্রুয়ারি) এপিবিএন-১১’র সহযোগিতায় মহানগরীর নয়াবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানকালে নয়াবাজার এলাকায় অবস্থিত ঢাকা ট্রেডার্স, আইয়ুব অ্যান্ড ব্রাদার্স, আল-আমিন ট্রেডিং, শাহীন অ্যান্ড ব্রাদার্স এবং তাহসীন এণ্টারপ্রাইজের কারখানা পরিদর্শন করে বিএসটিআই’র সিএম লাইসেন্স গ্রহণ না করে অবৈধভাবে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহার করে ‘ঢেউটিন’ পণ্য উৎপাদন, বিক্রয় ও বিতরণ করার প্রমাণ পাওয়া যায়। ফলে, বিএসটিআই অর্ডিন্যান্স ১৯৮৫ ও বিএসটিআই অ্যামেন্ডমেন্ট এ্যাক্ট-২০০৩ এর ২৪ ও ৩১(এ) ধারা লংঘনের দায়ে ওই পাঁচ প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিএসটিআই’র পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলী জানান, বিএসটিআই’র এ ধরণের অভিযান আরও জোরদার করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno