আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৯:৪৭

বীজতলার পানিতে ধান চাষে ক্ষতির শঙ্কা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের ভূঞাপুরে ঘূর্ণিঝড় ‘মিগজাউম’র প্রভাবে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বোরো ধানের বীজতলায় পানি জমেছে। ফলে বীজতলা তলিয়ে ধানের চারাগাছ নষ্ট হয়ে যাওয়ার কৃষকরা আশঙ্কা করছে।


জানা যায়, ভূঞাপুর উপজেলার বিভিন্ন এলাকায় বোরো ধানের বীজতলা করা হয়েছে। নি¤œচাপের প্রভাবে বৃষ্টির পানিতে বীজতলা তলিয়ে গেছে। কৃষকরা বীজতলা থেকে পানি অপসারণ করার প্রাণান্ত চেষ্টা করছে।


গোবিন্দাসী ইউনিয়নের কয়েড়া গ্রামের কৃষক রাশেদ জানান, কয়েকদিনের বৃষ্টিতে ধানের বীজতলা তলিয়ে গেছে। ফলে ধানের চারাগাছ পঁচে নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বীজতলা থেকে পানি সেচ দিয়ে অপসারণের চেষ্টা করছেন।


বিলচাপড়া গ্রামের কৃষক বদি আলী জানান, হঠাৎ অসময়ে বৃষ্টিতে বোরো ধানের বীজতলায় পানি জমেছে। এনিয়ে দুশ্চিন্তা ও নষ্ট হওয়ার আশঙ্কায় পড়েছেন। দ্রুত পানি নিষ্কাষন করতে না পারলে অনেক ক্ষতি হয়ে যাবে।


ভূঞাপুর উপজেলা কৃষি অফিসার মো. আরিফুর রহমান জানান, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে বৃষ্টির পানিতে নি¤œাঞ্চলের কিছু কিছু বীজতলায় পানি জমেছে- এতে বড় কোন ক্ষতির আশঙ্কা নেই।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno