আজ- ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  রাত ৯:২৭

‘ভাই, রাজ আছে নীতি নাই- ভোটার আইব ক্যান’

 

বুলবুল মল্লিক:
ঘড়ির কাঁটা দুপুর পৌনে দুইটা ছুঁই ছুঁই, বেহেলাবাড়ী কেন্দ্রে নারী-পুরুষ একত্রে ভোট পড়েছে ৩২৫টি। এ কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ৬৬১জন। ভোটার উপস্থিতির হার এতো কম কেন জানতে চাইতেই স্থানীয় ভোটার(নৌকার সমর্থক) রায়হান চৌধুরী হরহর করে বলেন, ‘ভাই, বর্তমানে যে রাজনীতি চলছে এর সাথে জনগন খাপ-খাওয়াতে পারছেনা। ফলে ভোট উৎসব বাঙালির জীবন থেকে আরাইয়া গেছে। কোনটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা আর কোনটা এমপি সাবের(স্থানীয় এমপি) তা বোঝা মুস্কিল হয়ে গেছে। দলের সভাপতি শেখ হাসিনা একজনকে নৌকা দিয়েছেন আর এমপি সাব তাঁর লোকদের আনারস মার্কায় ভোট দিতে বলেছেন। তাই বলছিলাম, রাজনীতিতে বর্তমানে রাজ আছে নীতি নাই- যাতাকলে পড়নের লাইগা ভোটাররা কেন্দ্রে আইব ক্যান! এতোসব ঝামেলায় মানুষ যাইতে চায়না।’ তার সাথে গলা মিলান, স্থানীয় শফিকুল, আব্দুস সাত্তার, সমির সহ আরো অনেকে। তারা বলেন, ‘হেই সক্কাল থিকা দেখতাছি, একজন ভোটার আহে ভোট দিয়া চইলা যায়। এইবার মনেঅয় আগের রাইতে ভোট অয় নাই- এর লাইগ্যাই ভোট এতো কম।’ তার ভাষায় ‘রাজনীতি থেকে নীতি উধাও হয়েছে, রয়েছে শুধু রাজ। আর প্ল্যান ছাড়া শুধু রাজমিশ্রি দিয়ে বড় বড় ইমারত বানাইলে তো ঠিক হবেনা। শুধু আগুন ক্যান, ভাইঙ্গা যে পড়েনাই- এইডাই তো বেশি(স্থানীয় ভাষায় রাজ হচ্ছে রাজমিশ্রি)।’
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ৯ নং বল্লা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের বেহেলাবাড়ী কেন্দ্রে গিয়ে দেখা যায়, ২-১জন ভোটার এসে ভোট দিচ্ছেন। নির্বাচনী কর্মকর্তারা প্রায় অলস সময় কাটাচ্ছেন। প্রায় একই চিত্র চোখে পড়ে সোমজানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রতনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারখী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, লাঙলজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাছচারান সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ অন্যান্য ভোটকেন্দ্রগুলোতে।
বেহেলাবাড়ী কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. ছামান আলী জানান, সকালে কিছু ভোটার এসেছিল। দুপুরে ভোটার উপস্থিতি নেই বললেই চলে। তবে বিকালে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি মনে করেন। দায়িত্বরত সহকারী প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার, পুলিং এজেণ্ট, পুলিশ, আনসারদেরও বক্তব্য প্রায় একই- তবে সরকারি বিধি ভাঙার ভয়ে নরম সুরে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno