আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৬:১৪

ভাসানী বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলে তল্লাশী চালিয়ে দু’টি আগ্নেয়াস্ত্র উদ্ধার

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের একটি কক্ষে তল্লাশী চালিয়ে দু’টি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বুধবার(২৭ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ এ উদ্ধার অভিযান পরিচালনা করে।
এ প্রসঙ্গে সন্তোষ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ ফয়সাল জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আহ্বানে নির্বাহী ম্যাজিস্ট্রেট আল মামুনের উপস্থিতিতে রাত ১০টার দিকে বঙ্গবন্ধু হলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় হলের ২১৪নম্বর কক্ষ থেকে দুটি পিস্তল উদ্ধার করা হয়। ওই কক্ষটি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সজিব তালুকদারের সমর্থকদের বলেও জানান তিনি। তবে এ ঘটনায় এখন কাউকে আটক করা যায়নি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানাগেছে, এ কক্ষটিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রাজিব আহমেদ, মাহমুদ ইমরান রাব্বি, সাংগঠনিক সম্পাদক জোবায়ের রহমান মিশু ও শরিফ ভূঁইয়ার নামে বরাদ্দ রয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno