আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ৮:৪৬

ভাসানী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মো. খায়রুল এনাম ফাহিদের উপর বহিরাগত সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার প্রতিবাদে ও দ্রুত দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার(২৯ ডিসেম্বর) বিকালে সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনচলাকালে শিক্ষার্থীরা বলেন, আমরা এ ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। এঘটনায় মাওলানা ভাসানী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর(শনিবার) বিশ্ববিদ্যালয় থেকে টাঙ্গাইল শহরে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে মেজর জেনারেল মাহমুদুল হাসানের বাসার সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হোসেন মোহাম্মদ আসিফের নেতৃত্বে ১৫-২০জন সন্ত্রাসী শিক্ষার্থী মো. খায়রুল এনাম ফাহিদকে হত্যার উদ্দেশ্যে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে। অন্যরা লাঠি দিয়ে এলোপাতারি আঘাত করে পালিয়ে যায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno