আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  বিকাল ৩:০৯

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘ইউসুফ শরীফ আহমেদ খান স্কলারশিপ’ প্রদান

 

দৃষ্টি নিউজ:


টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস-চ্যান্সেলর প্রয়াত অধ্যাপক ড. ইউসুফ শরীফ আহমেদ খানের স্মরণে ‘আর্মলেট’-এর উদ্যোগে বুধবার(২ আগস্ট)‘ইউসুফ শরীফ আহমেদ খান স্কলারশিপ’ প্রদান করা হয়েছে। এবারই প্রথম এ বৃত্তি চালু করা হলো। এছাড়া একই দিন ম্যাগাজিন ‘রক্ষাকবচ’-এর দ্বিতীয় বর্ষপূর্তিতে তৃতীয় ও বিশেষ সংখ্যার উদ্বোধন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের কনফারেন্স রুমে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তি প্রদান ও ‘রক্ষাকবচ’-এর বিশেষ সংখ্যার উদ্বোধন করা হয়।
ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মুহাম্মদ শাহীন উদ্দিন, লাইফ সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম সাইফুল্লাহ, সায়েন্স অনুষদের ডিন ড. পিনাকী দে, কানাডা প্রবাসী শিক্ষক সর্দার এমএ জব্বার, মাওলানা ভাসানীর ঘনিষ্ঠ অনুচর সৈয়দ ইরফানুল বারী, ড. ইউসুফ শরিফ আহমেদ খানের কনিষ্ঠ পুত্র সাফওয়ান হোসেন খান প্রমুখ বক্তব্য রাখেন।
ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মো. ইসতিয়াক আহমেদ তালুকদারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, আর্মলেটের সভাপতি ও অনুষ্ঠানের মূল সমন্বয়ক মাসুদ করিম।
বৃত্তি প্রদান উপলক্ষে গঠিত কমিটি সুপারিশক্রমে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও স্কলারশিপ প্রদানের জন্য গঠিত কমিটির সদস্য সচিব মো. বশীর উদ্দীন খান। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ৭টি এবং বিশ্ববিদ্যালয়-ক্যাম্পাস সংলগ্ন মাাদ্রাসার শিক্ষার্থীদেরকে ২টি স্কলারশিপ প্রদান করা হয়। প্রতিটি স্কলারশিপের অর্থমূল্য ধরা হয় পাঁচ হাজার টাকা এবং চেকের মাধ্যমে তা প্রদান করা হয়। অনুষ্ঠানে ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের ছাত্র-ছাত্রীদের প্রচেষ্টায় প্রকাশিত ম্যাগাজিন ‘রক্ষাকবচ’-প্রকাশে বিশেষ অবদান রাখায় আর্মলেটের পক্ষ থেকে সনদ বিতরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আর্মলেট হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সমন্বিত উদ্যোগে প্রতিষ্ঠিত একটি ইনভেস্টিগেশন ও গবেষণা দল।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno