আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  সকাল ১১:৫২

ভাসানী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চালুর দাবিতে মানববন্ধন

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষা কার্যক্রম চালু করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার(২৯ জুন) দুপুরে টানা বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ঘণ্টাব্যাপী ওই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শাহীন হাওলাদার, অর্থনীতি বিভাগের মনির আহমেদ, রসায়ন বিভাগের আহমেদ ইমতিয়াজ প্রমুখ।

বক্তারা বলেন, ইউজিসি’র ঘোষণা অনুযায়ী অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়া হলেও ভাসানী বিশ্ববিদ্যালয়ে তার কোন প্রতিফলন নেই।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের অনিশ্চয়তায় ফেলে দিয়েছে। বক্তারা সকল পরীক্ষা কার্যক্রম চালু করার জোর দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno