আজ- ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার  রাত ১২:০১

ভাসানী বিশ্ববিদ্যালয়ে ‘প্রজেক্ট কমপ্লিশন’ বিষয়ক কর্মশালা

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের উদ্যোগে মঙ্গলবার(২৯ জুন) ‘প্রজেক্ট কমপ্লিশন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের হল রুমে অনুষ্ঠিত কর্মশালার ভার্চুয়ালি উদ্বোধন করেন, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সলর প্রফেসর ড. মো. আলাউদ্দিন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এআরএম সোলাইমান।

লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মাহবুবুল হকের সভাপতিত্বে কর্মশালায় মূলপ্রবন্ধ উপস্থাপন করেন, প্রজেক্টের প্রধান গবেষক ও ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স বিভাগের অধ্যাপক ড. রোকেয়া বেগম।

ভার্চুয়ালি কর্মশালায় যোগদান করেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম বোরহান উদ্দিন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের সাবেক উপাচার্য ও ঢাকা

বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আমিনুল হক ভুঁইয়া সহ সংশ্লিষ্ট গবেষকরা।

কর্মশালায় অধ্যাপক ড. আবু জুবাইর, প্রজেক্টের সহকারী প্রধান গবেষক অধ্যাপক ড. ওবায়দুল হক এবং বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ প্রফেসর এবং ওই বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এছাড়াও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, ঢাকাস্থ বিসিএসআইআর’র উর্ধতন কর্মকর্তা, বিজ্ঞানী ও গবেষকরা কর্মশালায় যোগ দেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno