আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৩:০৭

ভাসানী বিশ্ববিদ্যালয়ে বাঁধনের রক্তের গ্রুপ নির্ণয়

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিটের উদ্যোগে ‘স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস’ উপলক্ষে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়।

বৃহস্পতিবার(২ নভেম্বর) সকালে সন্তোষস্থ মওলানা ভাসানী আদর্শ কলেজে কর্মসূচির উদ্ধোধন করেন, কলেজের অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন।


ভাসানী বিশ্ববিদ্যালয়ের বাঁধন ইউনিটের সদস্যদের উৎসাহে মওলানা ভাসানী আদর্শ কলেজের শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে রক্তের গ্রুপ নির্ণয় করে নেন। এ সময় অন্যদের মধ্যে ভাসানী বাঁধন ইউনিটের কেন্দ্রীয় পর্যবেক্ষক অপূর্ব চৌহান, সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক আশিকুর রহমান ও ইউনিটের স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।


মওলানা ভাসানী আদর্শ কলেজের ইংরেজি প্রভাষক মো. মিলন মিয়া বলেন, বাঁধনের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি জরুরি প্রয়োজনে অনেক মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। এই সংগঠনে কাজ করার মধ্য দিয়ে শিক্ষার্থীরা নিজেদেরকে দেশ প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পায়।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno