আজ- ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার  রাত ৮:৪৪

ভাসানী বিশ্ববিদ্যালয়ে মেটাভারস বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল(আইকিউএসি) এর উদ্যোগে ক্লাস, ল্যাব, পরীক্ষাসহ অন্যান্য কার্যক্রম সহজ করার লক্ষ্যে ‘শিক্ষায় মেটাভারস ঃ বাধা ও সুবিধা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২৪ সেপ্টেম্বর) সকালে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. ফরহাদ হোসেন।


সেমিনারে রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. রশিদুল হাসান।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইনিস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর পরিচালক প্রফেসর ডক্টর মুহাম্মদ উমর ফারুক।


সেমিনারে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ডক্টর মো. সিরাজুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno