আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  বিকাল ৩:২৩

ভূঞাপুরে এমপি প্রার্থীর ওপর হামলার অভিযোগ

 

দৃষ্টি নিউজ:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২(গোপালপুর-ভূঞাপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডুর(ঈগল প্রতীক) ওপর সন্ত্রাসীদের হামলার অভিযোগ ওঠেছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে ভ‚ঞাপুরের দারোগ আলী সুপার মার্কেটের দো’তলায় ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসে ওই হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়।


জানা যায়, মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু(্ঈগল প্রতীক), ভূঞাপুর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাসুদুল হক মাসুদ, ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্থানীয় কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আলিফনুর মিনি, গোপালপুর পৌরসভার মেয়র মো. রকিবুল হক ছানা, জেলা পরিষদের সদস্য খায়রুল ইসলাম তালুকদার বাবলুসহ বেশকিছু নেতাকর্মী নির্বাচনী বৈঠক করছিলেন।


এসময় কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পড়া ব্যক্তিরা এসে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে। এতে ডেল্টা লাইফ ইন্সুরেন্স অফিসের গøাস ভেঙে তাদের গায়ে লাগে। ইট-পাটকেলের আঘাতে দুই কর্মী-সমর্থক আহত হয়। তাদেরকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।


ডেল্টা লাইফ ইন্সুরেন্সের স্থানীয় কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু নির্বাচনী জনসংযোগের জন্য ভ‚ঞাপুরে আসেন। তিনি সৌজন্য সাক্ষাৎ করার জন্য ডেল্টা লাইফ ইন্সুরেন্সের অফিসে আসেন। তখন একদল সন্ত্রাসী তার অফিস লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়ে।


স্বতন্ত্র প্রার্থী ইউনুস ইসলাম তালুকদার ঠান্ডু জানান, তার নির্বাচনী প্রচারণা নানাভাবে বাধাগ্রস্থ করা হচ্ছে। তিনি ও তার সফর সঙ্গীদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদেরকে তাৎক্ষণিক মৌখিকভাবে জানানো হয়েছে। এনিয়ে তিনি লিখিত অভিযোগ দায়ের করবেন।


ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আহসান উল্লাহ্ জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিমা বিনতে আখতার ও তিনি ঘটনাস্থলে উপস্থিত হন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno