আজ- ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  রাত ৮:০৮

ভূমি ও বনে আদিবাসীদের অধিকার বিষয়ক মতবিনিময় সভা

 

মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর অঞ্চলে আদিবাসীদের ভূমি ও বনের উপর অধিকার শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহষ্পতিবার(২৪ ফেব্রুয়ারি) দুপুরে মধুপুর বিএডিসি প্রশিক্ষণ সেণ্টারের হলরুমে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, আদিবাসী কালচারাল ডেভেলপমেন্ট ফোরাম, আচিক মিচিক সোসাইটি ও কাপেং ফাউন্ডেশন যৌথভাবে ওই সভার আয়োজন করে।


জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ ছরোয়ার আলম খান আবু।


বাংলাদেশ গারো ছাত্র সংগঠনের নেতা জনজেত্রার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন, মধুপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াকুব আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান যষ্ঠিনা নকরেক, জলছত্র কর্পোস খ্রীষ্টি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পিউ ফিলোমিনা ম্রং, অরণখোলা ইউপি চেয়ারম্যান

আ. রহিম, বেরিবাইদ ইউপি চেয়ারম্যান মো. জুলহাস উদ্দিন, দোখলা রেঞ্জ কর্মকর্তা ইসমাইল হোসেন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতা ইউলিয়াম দাজেল, মধুপুর কোচ আদিবাসী সংগঠনের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ বর্মণ প্রমুখ।


মতবিনিময় সভায় মধুপুর অঞ্চলের গারো সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


সভায় ইতিহাস খ্যাত মধুপুর শালবন, সামাজিক বনায়ন, পর্যটন, জীব বৈচিত্র্যসহ স্থানীয় বসবাসকারী গারো সম্প্রদায়ের ভূমি ও বনের উপর তাদের অধিকার বিষয়ে আলোচনা করা হয়।

বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত বনের দোখলা কটেজ নির্মাণ ও লেক খননের বিষয়ে বক্তারা নানাদিক তুলে ধরে আলোচনা করেন। এ সময় গারো সম্প্রদায়ের নেতৃবৃন্দ সমতল এলাকার আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি জানান।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno