আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:৩৩

মধুপুরে আদিবাসীদের প্রতিবাদী গানের আসর ‘শালবনের চিৎকার’ অনুষ্ঠিত

 

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মধুপুর গড়াঞ্চালের আমলীতলা খেলার মাঠে আদিবাসীদের প্রতিবাদী গানের আসর ‘শালবনের চিৎকার’ অনুষ্ঠিত হয়েছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আবাদি কৃষিজমিতে লেক খনন করার পরিকল্পনার বিরুদ্ধে শুক্রবার(৯ সেপ্টেম্বর) বিকালে আয়োজিত অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যায়।


সম্মিলিত আদিবাসী জনতার ব্যানারে আয়োজিত ‘শালবনের চিৎকার’ শীর্ষক প্রতিবাদী গানের আসরে সংগীত পরিবেশন করেন- কফিল আহমেদ, সবুজ মাজি, সমগীত, মাদল, আচিক ব্লুজ ও রংখেক রংসা। সন্ধ্যায় সংগীত পরিবেশন শুরু হলেও বিকাল থেকে বিভিন্ন এলাকার ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন আমলীতলা খেলার মাঠে সমবেত হতে থাকে।

আদিবাসী ও বাঙালি মিলে-মিশে সমবেত হয়ে এক অন্য রকম আবহ তৈরি করে। অনুষ্ঠানে গানের মাধ্যমে পাহাড়ের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বঞ্চনা, অধিকার আদায়ে সংগ্রামের নানা দিক তুলে ধরা হয়।


আয়োজক কমিটির আহ্বায়ক জন জেত্রা জানান, মধুপুর গড়ের দোখলা আমতলী বাইদ এলাকায় ৪৫ বিঘা জমিতে ১৩টি গারো পরিবার বংশপরম্পরায় চাষাবাদ করছে। বন বিভাগ সেখানে ৬০ লাখ টাকা ব্যয়ে ‘স্থানীয় ও ক্ষুদ্র জনগোষ্ঠীর সহায়তায় মধুপুর জাতীয় উদ্যানের ইকোটুরিজম উন্নয়ন ও টেকসই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে। ওই প্রকল্পের আওতায় আদিবাসীদের আবাদি কৃষি জমিতে দীর্ঘ একটি লেক খননের চেষ্টা করছে বন বিভাগ।


মধুপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন ওই লেক খননের প্রতিবাদে কয়েক মাস ধরে আন্দোলন করছে। তারা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বংশপরম্পরায় চাষের জমিতে লেক খনন প্রকল্প বাতিলের দাবি জানাচ্ছেন। এর অংশ হিসেবেই ওই প্রতিবাদী গানের আসরের আয়োজন করা হয়।


গানের আসরে আয়োজক কমিটির সদস্য সচিব লিয়াং রিছিলের সঞ্চালনায় সংগীত শুরুর আগে আমলীতলা গ্রামবাসীর পক্ষ থেকে বক্তব্য রাখেন- ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রবীণ ব্যক্তি বঙ্কিম মৃ।


অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আদিবাসী যুব ফোরামের সভাপতি অনন্ত বিকাশ ধামাই, সাংগঠনিক সম্পাদক টনি চিরান, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক অলিক মৃ, বাংলাদেশ আদিবাসী ফোরামের সহ-সভাপতি অজয় এ মৃ, কেন্দ্রীয় তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নিপন ত্রিপুরা প্রমুখ।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno