আজ- ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার  দুপুর ১২:০৭

মধুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন

 

মধুপুর প্রতিনিধি:

‘নাগরিক অধিকার করতে সুরক্ষণ ৪৫ দিনের মধ্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন, সবার জন্য প্রয়োজন জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন’- এ স্লোগানে বৃহস্পতিবার(৬ অক্টোবর) টাঙ্গাইলের মধুপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করা হয়েছে।


মধুপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনার আয়োজন করা হয়। মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ছরোয়ার আলম খান আবু।


অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল, উপজেলার যুব কর্মকর্তা রথিন্দ্রনাথ চক্রবর্তী ও জাইকা প্রতিনিধি হাফিজুর রহমান প্রমুখ।


আলোচনা সভায় উপজেলার সরকারি ও বেসরকারি কার্যালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ করে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno